শহীদদের স্বপ্নস্নাত জন্মভূমি

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

সে ভয় কেটে গেছে, যে ভয়ে ছিল সদ্যভূমিষ্ঠ শিশু, 

মায়ের কোলে বসে আর মাতৃভাষায় মা ডাকতে পারবে কি না?
চাঁদ-সূর্য আপন কক্ষপথে অনির্বাণ,
নিরন্তর আলোক রশ্মিতে স্বাধীন বর্ণমালা।
কৃষ্ণচূড়া-রক্তজবা এখনো
শহীদের রক্ত দাগ বহন করে ফুটে ফাল্গুন এলে
আগুন ঝরা বক্ষে দাঁড়িয়ে থাকে।
হায়েনাদের রক্তচক্ষু, বুলেট আর রক্তে উত্থিত
চেতনা ধারণ করে আজ শাশ্বত আমার দেশ।
আমরা সেই চেতনা ধারণ করে প্রতিবাদী হই,
অপশক্তির চেতনা বিনাশে।
কারণ উষ্ণ রক্ত কণা প্রবাহিত আমাদের শিরা-উপশিরা
আর ভাবনার সব অঞ্চল জুড়ে আছে
মা, মাতৃভাষা আর শহীদদের স্বপ্নস্নাত জন্মভূমি।
...

বদরুজ্জামান জামান: প্যারিস, ফ্রান্স।