মাতৃভাষা দিবসে উদীচী কানাডার কর্মসূচি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। সংগঠনটি টরন্টোর বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান, র‌্যালি ও অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২০ ফেব্রুয়ারি বুধবার স্থানীয় সময় রাত ৯টায় সংগঠনের ২৮৮৩ ডেনফোর্থ অ্যাভিনিউর কার্যালয়ে উদীচীর কর্মী ও শুভানুধ্যায়ীরা জমায়েত হবেন। সেখানে রাতে চলচ্চিত্র প্রদর্শন, সংগীত, আবৃত্তি ও অন্য সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাত ১২টার আগে সবাই র‌্যালি সহকারে ৩০০৩ ডেনফোর্থের (ON M4C 1 M 9) মেট্রো মল পার্কিং লট চত্বরের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য যাত্রা করবেন।

এ উপলক্ষে সংগঠনের সব কর্মী ও শুভানুধ্যায়ীকে ২০ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় উদীচী কার্যালয়ে সমবেত হওয়ার জন্য সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি