সিডনির সরকারি স্কুলে বাংলা বিষয়ে ভর্তি শুরু

সিডনির সরকারি স্কুলে বাংলা বিষয়ে ভর্তি শুরু
সিডনির সরকারি স্কুলে বাংলা বিষয়ে ভর্তি শুরু

অস্ট্রেলিয়ার সিডনিতে ২০১৯ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে বাংলা ভাষা বিষয়ে ভর্তি শুরু হয়েছে। নিউ সাউথ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিক্ষা ও সম্প্রদায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিদ্যালয় স্যাটারডে স্কুল অব কমিউনিটি ল্যাঙ্গুয়েজে ভর্তির সুযোগ রয়েছে। এর আওতায় সিডনিতে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। ভাষাভিত্তিক সরকারি বিদ্যালয়ভিত্তিক এই প্রকল্পটি সম্পূর্ণ অবৈতনিক। সপ্তাহে এক দিন শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে বাংলা ভাষা শিক্ষার ক্লাস। ভর্তির আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে প্রেরণ করতে হবে। ভর্তির আবেদন করার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। তবে আবেদনের ভিত্তিতে সারা বছরই ভর্তির সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে।

বহু ভাষাভাষীর দেশ অস্ট্রেলিয়ার সরকার এই দেশে বসবাসরত প্রতিটি জাতির ভাষার প্রতি সম্মান জানিয়ে এই ভাষাশিক্ষা কার্যক্রম পরিচালনা করে। রাজ্যজুড়ে ১৫টি কেন্দ্রে ভাষাশিক্ষা কার্যক্রম চলে। একটি কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক ভাষারই ক্লাস হয়। সেই সঙ্গে ভাষাভিত্তিক ক্লাসে সেই ভাষার যথেষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তি হলে তবেই পাঠদান কার্যক্রম শুরু হয়। অন্যথায় বন্ধ করে দেওয়া হয় কেন্দ্র বা ক্লাস। রাজ্যের দুটি ভাষাশিক্ষাকেন্দ্র লিভারপুল বালিকা উচ্চবিদ্যালয় ও ডালউইচ হিলে বাংলা ভাষা শিক্ষার ক্লাস চালু ছিল। কিন্তু আশানুরূপ শিক্ষার্থী আবেদন না করায় ডালউইচ হিলের কেন্দ্রটি বন্ধ করে দেয় সরকার। তাই বন্ধ হয়ে যাওয়া কেন্দ্র পুনরায় চালু এবং মাতৃভাষার প্রতি সম্মান জানাতেই অভিভাবককে সন্তানদের বাংলা ভাষা শিক্ষাকেন্দ্রে প্রেরণের আমন্ত্রণ জানিয়েছে বাংলা প্রসার কমিটি। সংগঠনটি দীর্ঘদিন বাংলা ভাষা শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে।

আবেদনের বিস্তারিত জানা যাবে রাজ্য সরকারের নিচের ওয়েব ঠিকানায়:
saturdaycl-h.schools.nsw.gov.au/content/dam/doe/sws/schools/s/saturdaycl-h/localcontent/2019_enrolment_bookletfinal.pdf

অথবা ভর্তি–সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বাংলাদেশি সংগঠন বাংলা প্রসার কমিটির সঙ্গেও যোগাযোগ করা যাবে।