অস্ট্রিয়ার ভিয়েনায় কর্মীসমাবেশ

বক্তব্য দিচ্ছেন এম নজরুল ইসলাম
বক্তব্য দিচ্ছেন এম নজরুল ইসলাম

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দেশটিতে বসবাসরত বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের এক কর্মীসমাবেশ হয়েছে। আওয়ামী লীগের অস্ট্রিয়া শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সর্ব-ইউরোপিয়ান শাখার সভাপতি অস্ট্রিয়াপ্রবাসী এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অস্ট্রিয়া শাখার সভাপতি খন্দকার হাফিজুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। ১০ মার্চ বিকেলে ভিয়েনার বাংলাবাজার হলে এই কর্মীসমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার নেতা আকতার হোসেন, আহমেদ ফিরোজ, মোশারফ হোসেন, নাসরিন নাহিদ, রতন সাহা, রুহী দাস সাহা, মনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম, এ কে এম শওকত আলী, এমরান হোসেন, মিজানুর রহমান, নয়ন হোসেন, মোহাম্মদ নাসির ও ইয়াসিম মিয়া।

কর্মীসমাবেশে উপস্থিতি
কর্মীসমাবেশে উপস্থিতি

এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে সর্ব-ইউরোপিয়ান শাখার সভাপতি মনোনীত করায় তাঁকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোয় ইউরোপের বসবাসকারী বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে আমি কাজ করার ব্যাপারে আশাবাদী। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনের চলার পথ সহজ করে দেবে। আপনাদের সমর্থন ছিল বলেই প্রধানমন্ত্রী আমাকে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন।’

এম নজরুল ইসলাম বলেন, ‘বছরের শেষ নাগাদ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় কাউন্সিলের আগেই ইউরোপের বিভিন্ন দেশের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে পুনর্গঠন করা হবে। অস্ট্রিয়াতেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে সম্মেলনের মাধ্যমে আরও শক্তিশালী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। আসুন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ইউরোপে আমরা সবাই আমাদের ঐক্য অটুট রাখি।’

খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আমাদের নজরুল ভাইকে সর্ব-ইউরোপিয়ান শাখার সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অস্ট্রিয়া শাখার সম্মেলন এ বছরই অনুষ্ঠিত হবে। এ জন্য আমরা সবার সহযোগিতা চাই।’

অনুষ্ঠানের শুরুতে নেতা-কর্মীরা সংগঠনের সর্ব-ইউরোপিয়ান শাখার নবনির্বাচিত সভাপতি এম নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।