সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটির কমিটি গঠন

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ওয়েন রোডের নিজ কার্যালয়ে সম্প্রতি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এক বছরের (২০১৮-১৯) সাংগঠনিক কার্যক্রম ও উল্লেখযোগ্য অনুষ্ঠানের রিপোর্ট পেশ করেন বিগত পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল মান্নান।

সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশের পর বক্তব্য দেন সোসাইটির বিগত কমিটির সভাপতি ড. মিঠুন কুমার সাহা। এরপর শুরু হয় খোলা আলোচনা। পরিচালনা কমিটির পক্ষ থেকে সব সদস্যের কাছে গত এক বছরের কার্যক্রমের মূল্যায়নসহ বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ, উপদেশ প্রদান করার অনুরোধ জানানো হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন আজীবন সদস্যকে নতুন পরিচালনা কমিটিতে বিভিন্ন মেয়াদে নির্বাচিত করা হয়।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা

এসবিএসের সাধারণ সদস্য, আজীবন সদস্য, উপদেষ্টা ও অডিটরদের সম্মতির ভিত্তিতে নতুন পরিচালনা কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউল মজিদ।

সোসাইটির ২০১৯-২০ সালের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। সহসভাপতি হাবিব উল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ নাজমুল খান, সাংস্কৃতিক সম্পাদক দীপেন কুমার বড়ুয়া, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—সামসুর রহমান ফিলিপ, সুব্রত সাহা, জওহরলাল সূত্রধর, রাজিউর রহমান, বিল্লাল হোসেন, ফরহাদ ইফতেখার ও মোস্তাফিজ মোহাম্মদ নাহিন। অডিটর হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফ ইমাম ও নুর জামাল।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা

সভা শেষে নতুন কমিটির সবাইকে ভবিষ্যতে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটিকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির সদস্যদের হাইকমিশনারের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসবিএসের নবনির্বাচিত কমিটির সদস্যরা। গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ হাইকমিশনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। হাইকমিশনার এবিএসের আগামী দিনের কার্যক্রমগুলো জোরদার করতে নতুন কমিটির প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে বাংলাদেশিদের নিয়ে গড়ে ওঠা সর্বপ্রথম সামাজিক সংগঠন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। ১৯৮১ সাল থেকে সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

মোস্তাফিজুর রহমানের সঙ্গে এসবিএসের নবনির্বাচিত কমিটির সদস্যরা
মোস্তাফিজুর রহমানের সঙ্গে এসবিএসের নবনির্বাচিত কমিটির সদস্যরা