ক্যানবেরায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এম সুফিউর রহমান
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এম সুফিউর রহমান

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন দিবসটি উদযাপন করে। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষে ১৭ মার্চ হাইকমিশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান।

ক্যানবেরাপ্রবাসী বাংলাদেশিরা এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে উল্লেখযোগ্যসংখ্যক শিশু-কিশোরও অংশ নেয়। অনুষ্ঠানে তাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল।

এ ছাড়া অনুষ্ঠানে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত লোকজনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।