ইউরোপিয়ান সুন্দরী

ড্যাফোডিল ফুল
ড্যাফোডিল ফুল

ছোটবেলায় William Wordsworth-এর একটা কবিতা পড়েছিলাম। নাম তার Daffodils। তারপর থেকেই ফুলটা দেখার খুব ইচ্ছে জেগেছিল মনে। যা হোক, তখন তো ইন্টারনেট এত সহজলভ্য ছিল না যে, সার্চ করে দেখব গুগলে। তো মনের ইচ্ছে মনেই থেকে গিয়েছিল।

ডেনমার্কে আসার পর পথের ধারে কিছু ফুল ফুটে আছে দেখলাম। দেখে মনে হয়েছিল কত-না জানি যত্ন করতে হয় এদের। পরে জানলাম এগুলোই সেই ইউরোপিয়ান সুন্দরী, যাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম।

ড্যাফোডিল ফুল
ড্যাফোডিল ফুল

এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। টানা আট মাস প্রচণ্ড শীত আর সূর্যবিহীন দিনের পর হঠাৎ পথের ধারে হেসে ওঠে এই সুন্দরীরা।

এগুলো একধরনের বুনোফুল। কিন্তু তাই বলে এদের কদর কিন্তু কম নয়। সব দোকানেই এগুলোর চারা বিক্রি হয়। অনেকে বাগানেও লাগান। খুব বেশি পরিচর্যারও দরকার হয় না।

ড্যাফোডিলের বাগানে লেখিকার ছেলে
ড্যাফোডিলের বাগানে লেখিকার ছেলে