ক্যানবেরায় মঞ্চনাটক 'লিভ মি এলোন' ২৪ মার্চ

মঞ্চনাটকের পোস্টার
মঞ্চনাটকের পোস্টার

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের আহ্বানে মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত মঞ্চনাটক ‘লিভ মি এলোন’। আগামীকাল রোববার (২৪ মার্চ) ক্যানবেরার গাঙ্গালিন কলেজ থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মঞ্চায়িত হবে নাটকটি।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে নাটকটি ক্যানবেরায় মঞ্চায়িত করতে সংগঠনটিকে আমন্ত্রণ পাঠায় বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশিদের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরতে ও গণহত্যা দিবসকে স্মরণ করতে মঞ্চনাটকটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে হাইকমিশন। মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে রচিত নাটকটির রচয়িতা ও নির্দেশক প্রবাসী নাট্যজন জন মার্টিন। নাটকটি মঞ্চায়ন করে সাংস্কৃতিক সংগঠন আলাপন। ইতিমধ্যে ‘লিভ মি এলোন’ সিডনিতে অনেকবার মঞ্চায়িত এবং দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।