মাধবীর আশা

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

ফুলের মতো সুন্দর ছিল মেয়েটি, হয়তো বা তাই নাম ছিল মাধবী।
কত স্বপ্ন ছিল ওর স্বাধীন দেশে প্রিয়রে নিয়ে বাঁধবে ঘর,
ভরা যৌবনা রূপসিনীর পঁচিশের কালো রাত হলো জীবনের কাল
বর্বররা সব ছিনিয়ে নিল ওর!
তবু মূল্যহীন দেহটা নিয়ে চেয়েছিল বীর মুক্তিযোদ্ধা প্রিয় মুখ দর্শনে
দেশ স্বাধীন হলো কেউ ঘরে ফিরল, কেউ ফিরল না,
মাধবী পেল রক্তে ভেজা একখানা চিঠি
লেখা ছিল তাতে মাধবী তোমায় ফোটাতে পারলাম না আমি
দিয়ে গেলাম তোমায় স্বাধীন বাংলা খানি।
প্রতি ছাব্বিশ মার্চ শহীদ মিনারে ফুল দেয় মাধবী
চোখে কফোঁটা নোনা জল আর মুখে হাসি।
এমনি কত শত মাধবীর আহত আশা,
আর আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি এই সোনার বাংলা।
আর যেন কোনো শেফালি, বেলি, জুঁইকে অঝোরে ঝরতে না হয়
এটাই স্বাধীন দেশের স্বাধীন চেতন প্রতিটি মানুষের কাছে

মাধবীর একান্ত আশা।
...

খায়রুন নাহার রোজিনা ইয়াসমিন: যুক্তরাজ্যপ্রবাসী।