তাসখন্দে ভাবগাম্ভীর্যে গণহত্যা দিবস পালন

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মসয়ূদ মান্নান
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মসয়ূদ মান্নান

উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাস ভাবগাম্ভীর্যের সঙ্গে গণহত্যা দিবস পালন করেছে। এ উপলক্ষে আজ (২৫ মার্চ) দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই কালো ব্যাচ ধারণ করেন। এরপর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান।

পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তাঁদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করেও দোয়া করা হয়। এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালের গণহত্যার একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ
অনুষ্ঠানে উপস্থিতির একাংশ

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার ইতিহাস নিজেদের ও বিশ্বকে জানানোর গুরুত্ব আরোপ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাসখন্দে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বিজ্ঞপ্তি