টরন্টোয় ফ্যামিলি স্পনসরশিপ বিষয়ে আলোচনা

বক্তব্য দিচ্ছেন শামীম আরা
বক্তব্য দিচ্ছেন শামীম আরা

রাইটস প্লাস কানাডার উদ্যোগে টরন্টোয় দেশটির অভিবাসন আইন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ টরন্টোর বাংলাদেশি–অধ্যুষিত ডেনফোর্থের একসেস পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশি কানাডীয় অংশগ্রহণকারীর পাশাপাশি অন্য কমিউনিটির নাগরিকেরাও উপস্থিত ছিলেন। মূল আলোচক ব্যারিস্টার শামীম আরা কানাডার অভিবাসন আইনের ফ্যামিলি স্পনসরশিপ বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং উপস্থিত অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। স্বামী-স্ত্রী, মা-বাবা, ভাই-বোনসহ বিভিন্ন আত্মীয়স্বজন কীভাবে ফ্যামিলি স্পনসরশিপের আওতায় কানাডায় আসতে পারেন, সে বিষয়ে শামীম আরা আলোকপাত করেন।

আলোচনার একটি দৃশ্য
আলোচনার একটি দৃশ্য

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক জাকির হোসেন সরকারসহ সংগঠনটির নির্বাহী পরিষদের সদস্য মসিউল হাসান, খাদিজা সোলেমান ও আলী হামজা এবং পরবাসী ব্লগের সঞ্চালক হাফিজুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থিত অংশগ্রহণকারী ও কমিউনিটির অন্যদের কর্তৃক প্রশংসিত হয়েছে। বিজ্ঞপ্তি

অংশগ্রহণকারীদের একাংশ
অংশগ্রহণকারীদের একাংশ