মিশিগানে বাংলাদেশিদের উন্মুক্ত দাবা প্রতিযোগিতা

প্রতিযোগিতার দৃশ্য
প্রতিযোগিতার দৃশ্য

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশি-আমেরিকানদের ক্রীড়া সংগঠন মিশিগান বেঙ্গলসের আয়োজনে দিনব্যাপী উন্মুক্ত দাবা প্রতিযোগিতা (২০১৯) অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল রোববার সকালে মোটর সিটি ডেট্রয়েট শহরের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টাওয়ারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ড. সৈয়দ আশরাফ। রানারআপ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন আজিজ। তৃতীয় স্থানে ছিলেন শারহান সাইফ।

প্রতিযোগিতার দৃশ্য
প্রতিযোগিতার দৃশ্য

মিশিগান বেঙ্গলস আয়োজিত এ দাবা প্রতিযোগিতায় মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের ২০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে উন্মুক্ত এ প্রতিযোগিতায় প্রমীলা ও কিশোর-কিশোরীসহ সব বয়সের দাবাড়ুদের জমায়েত ঘটে ইউনিভার্সিটি টাওয়ারে। এ ছাড়া বাংলাদেশ কমিউনিটির নেতা, মিশিগান বেঙ্গলসের খেলোয়াড়, ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা প্রতিযোগিতা স্থলে জমায়েত হন।

প্রতিযোগিতার দৃশ্য
প্রতিযোগিতার দৃশ্য

সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া দাবাড়ুরা ছিলেন শারহান সাইফ, আলী হারুন, সুরভি বণিক, তৌকির ইসলাম, রেদোয়ান চৌধুরী, দীপন চন্দ্র, সালমান সোহেল, সাইদ রব, কৌশিক আহমেদ, মারুফ কুতুব, ফাতিমা ফাহিম রাদিয়া, সালাহউদ্দিন আজিজ, নাশিতা আজিজ, রনি হাসনাত, শাওন চৌধুরী, এডি আনসার ও সাইদ ইমতিয়াজ রব।

প্রতিযোগিতার দৃশ্য
প্রতিযোগিতার দৃশ্য

এ আয়োজনের প্রধান সমন্বয়ক ছিলেন সংগঠনের পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন রসি মীর, কৌশিক আহমেদ ও সাইফ সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা ফয়সাল সাইদ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির নেতা সাইদ রব, রনি হাসনাত, এ ডি আনসার, ড. সৈয়দ আশরাফ, হাসান খান ও ফরিদ চৌধুরী প্রমুখ।

অংশগ্রহণকারী খেলোয়াড়েরা
অংশগ্রহণকারী খেলোয়াড়েরা

টুর্নামেন্ট পরিচালনা ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন দেবাঞ্জন দীপ, মারুফ কুতুব, শাওন চৌধুরী, ফাহিম আহমেদ, রাজিউর রহমান, নাশিতা ও ফাতিমা ফাহিম রাদিয়া।