মস্কোয় পয়লা বৈশাখ উদ্যাপন

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

রাশিয়ার মস্কোয় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা হয়েছে পয়লা বৈশাখ। দেশটির বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করা হয়। এ উপলক্ষে দূতাবাসে আয়োজন করা হয় বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানের শুরুতেই মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নতুন বছর বরণ করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা এবং নতুন বছরে মিলেমিশে নব উদ্যমে দেশের উন্নয়নে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, পয়লা বৈশাখ বাঙালির প্রাণের অনুষ্ঠান। জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে বাঙালিরা এই দিনটি উদ্‌যাপন করে থাকে। তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নতির স্রোতোধারায় এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নে শামিল হওয়ার জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান। এ ছাড়া তিনি তাঁর স্বরচিত কবিতা ও ছড়া আবৃত্তি করে শোনান।

অনুষ্ঠানের শুরুতেই মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নতুন বছর বরণ করা হয়
অনুষ্ঠানের শুরুতেই মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নতুন বছর বরণ করা হয়

পরে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) লুবনা সিদ্দিকীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশি ও রাশিয়ার নাগরিকেরা নাচ, গান, কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রায় তিন শ প্রবাসী বাংলাদেশি, রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রী ও রাশিয়ার নাগরিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে বাঙালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

বক্তব্য দিচ্ছেন ইয়াফেস ওসমান
বক্তব্য দিচ্ছেন ইয়াফেস ওসমান

এর আগে মন্ত্রী ইয়াফেস ওসমান দূতাবাসের বঙ্গবন্ধু চিত্র সংগ্রহশালা ঘুরে দেখেন।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ