প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসব

প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসবের একটি দৃশ্য
প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসবের একটি দৃশ্য

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে উদ্‌যাপিত হয়েছে বাঙালির প্রাণের বৈশাখ উৎসব। এ উপলক্ষে গত রোববার (২৮ এপ্রিল) ফ্রান্সের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী আয়োজন করে শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যাফল ড্র ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই প্যারিসের জুরেস পার্কে ঢল নামে উৎসবপ্রিয় বাংলাদেশিদের।

প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসবের একটি দৃশ্য
প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসবের একটি দৃশ্য

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসে নতুন বছরের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি এমদাদুল হক ও উপদেষ্টা টি এম রেজা, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্জার অধিকারী, আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ও সহসভাপতি অস্ট্রিয়াপ্রবাসী আহমদ ফিরোজ, তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম ও ফ্রান্স–বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া প্রমুখ।

প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসবের একটি দৃশ্য
প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসবের একটি দৃশ্য

দ্বিতীয় পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর ও নাজনীন তানিয়ার যৌথ উপস্থাপনায় গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমরান, পাওয়ার ভয়েজের আনিকা ও সারেগামাপার কৌশানি ঘোষ। উৎসবে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অনেক ভিনদেশি নাগরিক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।