মিয়ানমারের ইয়াঙ্গুনে বৈশাখী উৎসব

বৈশাখী উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা
বৈশাখী উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা

মিয়ানমারের ইয়াঙ্গুনে বরাবরের মতো এবারও পালিত হয়েছে বাঙালির প্রাণের বৈশাখী উৎসব। বৈশাখী উৎসব নামে বর্ষবরণে ছিল বৈশাখী মেলা ও পিঠা উৎসব। উৎসবে প্রবাসী বাঙালিরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয়-বিদেশি অতিথিরা।

বৈশাখী উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা
বৈশাখী উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা

গত রোববার (২৮ এপ্রিল) এ উৎসব অনুষ্ঠিত হয়। ইয়াঙ্গুনের বাংলাদেশ হাইকমিশনের অফিসসংলগ্ন খোলা মাঠে ব্যাপক উৎসাহের সঙ্গে আয়োজন করা হয় বর্ষবরণ, সংগীতানুষ্ঠান, বৈশাখী মেলা ও পিঠা উৎসব। বৈশাখী মেলায় পোশাকপরিচ্ছদসহ নানা দেশি পণ্যের সমাহার নিয়ে মেলা চলে বিকেল সাড়ে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত।

মঞ্জুরুল করিম খান চৌধুরী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
মঞ্জুরুল করিম খান চৌধুরী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৈশাখী উৎসবে কয়েকজন
বৈশাখী উৎসবে কয়েকজন
বৈশাখী উৎসবে কয়েকজন
বৈশাখী উৎসবে কয়েকজন

উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন।