গ্রিসে বইমেলায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে উপস্থাপন করছেন মো. জসীম উদ্দিন
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে উপস্থাপন করছেন মো. জসীম উদ্দিন

গ্রিসের থেসালোনিকি আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণে কসমস হলে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপস্থিত পাঠক ও সমালোচকদের সামনে উপস্থাপন করা হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গ্রন্থটি সম্পর্কে উপস্থাপন করেন।

রাষ্ট্রদূত অনুষ্ঠানে ‘অসমাপ্ত আত্মজীবনী’–র ওপর একটি বিশেষ পর্যালোচনা তুলে ধরেন। তিনি এর আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনসংগ্রাম, গৌরবময় কর্মধারা এবং বাঙালি জাতির আত্মপরিচয় লাভের সংগ্রামী ইতিহাসে তাঁর নেতৃত্ব ও অসামান্য অবদানের ওপর আলোকপাত করেন। এ ছাড়া মানুষের প্রতি বঙ্গবন্ধুর অসামান্য ভালোবাসা ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক আদর্শের উল্লেখ করে বর্তমান বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতাও তিনি তুলে ধরেন।

উপস্থিত পাঠক ও লেখকেরা বঙ্গবন্ধুর জীবনীর বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ এবং অদূর ভবিষ্যতে গ্রিক ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’–র অনুবাদ পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর একটি বিশ্লেষণধর্মী উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সেলর মো. খালেদ।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে উপস্থাপন করছেন মো. জসীম উদ্দিন
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে উপস্থাপন করছেন মো. জসীম উদ্দিন

উল্লেখ্য, গ্রিসের দ্বিতীয় বৃহত্তম নগরী থেসালোনিকিতে ৯ মে থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ষোড়শ থেসালোনিকি আন্তর্জাতিক বইমেলা। এর উদ্বোধন করেন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মিরসিনি জোরবা। গ্রিসসহ বলকান এলাকার সবচেয়ে বৃহৎ এই বইমেলায় ২০টি দেশের ৩০০টির বেশি প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। ২০১৬ ও ২০১৭ সালের পর এ বছরও দেশটির বাংলাদেশ দূতাবাস এই আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়ে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার প্রয়াস নিয়েছে। বিজ্ঞপ্তি