বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির মওসন লেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের পার্লামেন্ট সদস্য টনি জাপিয়া ও স্থানীয় মেয়র জিলিয়ান অলড্রিজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত ৪ মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টনি জাপিয়া ও জিলিয়ান অলড্রিজ ছাড়াও অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক মাহফুজ আজিজ, ড. রাজিবুল করিম, প্রাক্তন শিক্ষার্থী মাহবুব টিটু প্রমুখ বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হোসেন তুহিন।

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান

বক্তারা অস্ট্রেলিয়ার বহুজাতিক পরিবেশে নিজস্ব সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার জন্য বাংলাদেশিদের উদ্বুদ্ধ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শিশুদের ‘ঝড় এল এল ঝড়’ ও বড়দের ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি’ গান দুটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। শিশুশিল্পী শেহরীন ও রায়া নৃত্য পরিবেশন করে। আনিতা ফাইরুজ, ফয়সাল চৌধুরী, রত্না সাহা ও নাদিয়া ইশরাত গান পরিবেশন করেন। ড. ফয়সাল আহামদ ও শাহরিয়ার বিন মান্নান জীবনানন্দ দাশ ও নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন। নাচ ও ফ্যাশন শোর পর লিপন সাহার বাঁশির মূর্ছনা সবাইকে মোহিত করে।

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার সব বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অ্যাডিলেডের বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। বিজ্ঞপ্তি