লিসবনে পিবিএফএর ইফতার

লিসবনে পিবিএফএর ইফতার
লিসবনে পিবিএফএর ইফতার

পবিত্র রমজান উপলক্ষে পর্তুগালের লিসবনে পর্তুগাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের (পিবিএফএ) উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার লিসবনের রেই দ্য ইন্ডিয়া রেস্টুরেন্টে এ ইফতার আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন লিসবন মিউনিসিপ্যালটি পার্লামেন্টের গ্রুপ লিডার জোসে লেইতাও, লিসবন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক রুই পিরেস, অধ্যাপক জোসে মাপ্রিল, অধ্যাপক রাকেল কারভাইলাস, তেরেসা কোস্টা ও লিসবন সলিডারিটি ইমিগ্রান্টের প্রেসিডেন্ট তিমোতেও মাসেদো। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রানা তাসলিম উদ্দিন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন আহমেদ।

লিসবনে পিবিএফএর ইফতার
লিসবনে পিবিএফএর ইফতার

কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের কোরআন হাফেজ মানজিল মোরশেদের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে ইফতার মাহফিলের শুভ সূচনা হয়। ইফতারের আগে বিশেষ মোনাজাতে সবার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামি সেন্টারের দ্বিতীয় খতিব মাওলানা মো. হাসান মিয়া।

লিসবনে পিবিএফএর ইফতার
লিসবনে পিবিএফএর ইফতার

মাহফিলে সংগঠনের প্রধান সমন্বয়ক লস্কর নোমান, ভাইস প্রেসিডেন্ট শাহিন সাইদ, সম্পাদকমণ্ডলীর সদস্য সরদার আহমেদ রায়হান, তানভীর রনি, জিয়াউর রহমান, ইউসুফ মিয়া, তানভীর জনী এবং বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন, কুমিল্লা ব্যবসায়ী সংগঠন, পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমি, বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগাল, লিকা একাডেমি ও বিশ্ব সুন্নি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

লিসবনে পিবিএফএর ইফতার
লিসবনে পিবিএফএর ইফতার