জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার

জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার
জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার

প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে পবিত্র সিয়াম সাধনার মাস রমজানুল করিম আসে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। বাংলাদেশে এই মাসে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন নিয়ে একসঙ্গে ইফতার করা হয়। সেই রেওয়াজ প্রবাসেও বাঙালিরা বজায় রেখে একজন অন্যজনের আত্মীয় হয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

এরই ধারাবাহিকতায় গত রোববার (২ জুন) জেনেভায় অনুষ্ঠিত হয়েছে এক ইফতার মাহফিলের। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় এবং জেনেভা বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী চৌধুরী আমজাদের আমন্ত্রণে তাঁরই মালিকানাধীন বোম্বাই রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার
জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার

এ যেন ছিল জেনেভাপ্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। প্রায় ১৫০ জন প্রবাসী বাংলাদেশি এই ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে জেনেভার জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থায় কর্মরত বাংলাদেশি ও অন্য দেশি কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ বাঙালি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার
জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার

দল–মত–ধর্মনির্বিশেষে প্রবাসী বাংলাদেশি ও অন্য দেশের নাগরিকের উপস্থিতি ইফতার মাহফিলকে সমৃদ্ধি ও সৌন্দর্য বৃদ্ধি করে।

জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার
জেনেভায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার