লিসবনে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী

লিসবনে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী
লিসবনে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানে বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী। রাষ্ট্রদূতের আবাস বাংলাদেশ হাউসে গতকাল শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। বাংলাদেশ কমিউনিটির নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রায় ২০০ অতিথির অংশগ্রহণে এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদেশ হাউসে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী ও তাঁর সহধর্মিণী শামসাদ আরা খানম।

প্রবাসে স্বজন ছাড়া ঈদ কেবলই আনুষ্ঠানিকতা। তাই ঈদের দিনে সবার মনে লুকানো বেদনা থাকলেও এমন আয়োজনে অংশ নিয়ে সেই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করেছেন অনেকেই।

লিসবনে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী
লিসবনে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘ঈদ পুনর্মিলনী উৎসবে সবাই আনন্দ করতে পেরেছেন, এটিই আমার কাছে সবচেয়ে আনন্দের। সবাই আয়োজনটি উপভোগ করেছেন। প্রবাসে থেকে যাঁরা দেশকে মিস করেছেন, আমার বিশ্বাস তাঁরা আজকের এই পুনর্মিলনীতে এসে পরিবারের অভাববোধ থেকে কিছুটা ভালো অনুভব করেছেন। আমি অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা জানাই অংশগ্রহণকারী সবার প্রতি।’

লিসবনে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী
লিসবনে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী

রাতে অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।