নিউইয়র্কে ড্যাফোডিল অ্যালামনাইয়ের মিলনমেলা

ড্যাফোডিল অ্যালামনাইয়ের মিলনমেলায় মাসুদ বিন মোমেনকে শুভেচ্ছা জানান মো. সবুর খান। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৫ জুন। ছবি:
ড্যাফোডিল অ্যালামনাইয়ের মিলনমেলায় মাসুদ বিন মোমেনকে শুভেচ্ছা জানান মো. সবুর খান। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৫ জুন। ছবি:

নিউইয়র্কে ড্যাফোডিল অ্যালামনাইয়ের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ জুন) স্থানীয় সময় দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এতে ড্যাফোডিল অ্যালামনাইয়ের প্রায় ২০০ সদস্য অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সবুর খান।

পুরো অনুষ্ঠানটি হয় প্রমোদতরি অ্যাম্পায়ার ক্রুজে। চার ঘণ্টার ভ্রমণে ক্রুজের গন্তব্য ছিল ম্যানহাটনের এফডিআরের স্কাইপোর্ট মেরিনা থেকে হাডসন নদী দিয়ে স্ট্যাচু অব লিবার্টি পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ বিন মোমেন বলেন, সামনে চতুর্থ শিল্পবিপ্লব আসছে। র‌্যাপিডলি ডেভেলপিং টেকনোলজি আসছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের মেধাবী সন্তানদের দেশের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে।

আম্পায়ার ক্রুজে বসে ড্যাফোডিল অ্যালামনাইয়ের মিলনমেলা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৫ জুন। ছবি: সংগৃহীত
আম্পায়ার ক্রুজে বসে ড্যাফোডিল অ্যালামনাইয়ের মিলনমেলা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৫ জুন। ছবি: সংগৃহীত

মো. সবুর খান বলেন, দেশভিত্তিক নন-রেসিডেন্ট অ্যালামনাই নেটওয়ার্ক গঠন ও সেগুলোর সমন্বয়ে গ্লোবাল নেটওয়ার্ক স্থাপন করে বাংলাদেশের উন্নয়ন তাদের লক্ষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ), ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিসহ উত্তর আমেরিকায় বসবাসরত ড্যাফোডিলের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা এই অ্যালামনাইয়ের সদস্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।