জাপানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী

ঈদের রেশ থাকতে থাকতেই জাপানের সাইতামা কেনের কিতামাচি কুমিনকানে বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আয়োজিত এই পুনর্মিলনীতে রাজধানী টোকিওসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। গত রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে বাংলাদেশি রকমারি খাবারের সঙ্গে ছিল বিভিন্ন রকম মজার খেলা। জাপানে ঈদের কোনো ছুটি নেই। তাই ঈদের দিন কোনো আনন্দ করার সুযোগ থাকে না। এ কারণে সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সবাই ঈদের আনন্দে মেতে ওঠেন।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির তিন কন্যা নুসরাত লোপা, সুমি ও সেবু ছিলেন এই আয়োজনের উদ্যোক্তা।

তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বাংলাদেশি সব মজাদার খাবারের সমারোহ। দ্বিতীয় পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তৃতীয় পর্বে ছিল শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। পুরুষ ও নারীরা বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী

নুসরাত লোপার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন ববিতা পোদ্দার, তানিয়া মিথুন ও জেসমিন সুলতানা কাকলী। জানুর রহমান ও নুসরাত লোপার উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তানিজা শারমিন সেবু ও সুমি। খাবার ও অন্য আয়োজনে ছিলেন আতিকুল হায়দার, দেলোয়ার হোসেইন, মুক্তার আলী, নজরুল ইসলাম ও শামীম মজুমদার।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী

আয়োজনে প্রবাসী বধূদের প্রাধান্য থাকলেও আয়োজকদের পরিবারের সদস্যসহ আমন্ত্রিত হয়ে এসেছিলেন পুরুষেরাও। তাঁরাও মেতে ছিলেন নানান পর্বে। আজগর আহমেদ সানি, কাজী ইনসানুল হক, আসলাম হীরা, খায়রুল বাশার, বিমান পোদ্দার, রাফাত ইব্রাহীম, সনৎ বড়ুয়া, মণি ঠাকুর, রেজা মীর, আল মামুন, মোল্লা দেলওয়ার, আনোয়ার হোসেন ও কামাল উদ্দীন টুলুসহ কমিউনিটির আরও অনেকে যোগ দেন এ অনুষ্ঠানে।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পুনর্মিলনী