বেলজিয়ামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

বেলজিয়ামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের একটি দৃশ্য
বেলজিয়ামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের একটি দৃশ্য

বেলজিয়ামের বন্দরনগরী অন্টারপেন শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। দেশটিতে বসবাসরত চট্টগ্রামবাসীদের একমাত্র সংগঠন চট্টলার উদ্যোগে গতকাল শনিবার এ মেজবান আয়োজন করা হয়। মেজবানে বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

মেজবানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদত হোসেইন ও নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।

বেলজিয়ামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের একটি দৃশ্য
বেলজিয়ামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের একটি দৃশ্য

আলোচনা অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামের এতিহ্যবাহী মেজবান এখন বাংলাদেশের একটি সর্বজনীন উৎসব। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলমত-নির্বিশেষে সব প্রবাসীকে দেশের জন্য কাজ করতে হবে। সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। মেজবানের মতো আনন্দঘন আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করবে। এ জন্য তিনি আয়োজকদের প্রশংসা করেন।

বক্তব্য দিচ্ছেন হাসান মাহমুদ
বক্তব্য দিচ্ছেন হাসান মাহমুদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকন শরীফ। পরিচালনা করেন দাউদ খান। শুভেচ্ছা বক্তব্য দেন জাহাঙ্গীর চৌধুরী। আরও বক্তব্য দেন জার্মানপ্রবাসী বকুল ভূঁইয়া, ডেনমার্কপ্রবাসী জাহাঙ্গীর আলম।

আলোচনার শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ছোট্টমণি সুরাইয়া, সাফওয়ান ও রুপন্তি।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

কয়েক শ মানুষের সরব ও হাস্যোজ্জ্বল উপস্থিতি অপরূপ বাংলার সুন্দরী চট্টগ্রামের ঐতিহ্যে এক আনন্দঘন পরিবেশের রূপায়ণ করে। অন্টারপেনের এক হলে আয়োজিত এ মেজবানে আপ্যায়নের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় চট্টগ্রামের গানের লহরি ছিল মনমাতানো। সমবেত কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক গান করেন তাঁরা। নৃত্য পরিবেশন করে সাফওয়ান ও অফরা।

মেজবান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মইন, সায়েম, রফিক ভান্ডারি, সাজ্জাদ, শাহিন মাসুদ, কাসেম ও রাসেল। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।