সিঙ্গাপুরে বাংলা বই বিপণনের কার্যক্রমের উদ্বোধন

সিঙ্গাপুরে বাংলা বই বিপণনের কার্যক্রমের উদ্বোধন
সিঙ্গাপুরে বাংলা বই বিপণনের কার্যক্রমের উদ্বোধন

দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে বাংলা ভাষার বই বিপণনের কার্যক্রম শুরু হয়েছে। দেশটির বুগিজ উপশহরের নর্থ ব্রিজ সেন্টারের সিটিবুক রুমে এখন থেকে বিভিন্ন ভাষাভাষী বইয়ের পাশাপাশি পাওয়া যাবে বাংলা ভাষার বইও। গত রোববার (৭ জুলাই) বিকেলে সিটিবুক রুমে বাঙালি সাহিত্যপ্রেমীরা কেক কেটে এই বিপণন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সিটিবুক রুমের কর্ণধার ওয়ান চিং। তিনি বলেন, ‘বিভিন্ন ভাষাভাষী বইয়ের পাশাপাশি এখানে বাংলা ভাষার বই বিক্রি হচ্ছে। এ জন্য আমি সত্যিই খুব আনন্দিত।’

বক্তব্য দিচ্ছেন কেরোলা লোরিয়া
বক্তব্য দিচ্ছেন কেরোলা লোরিয়া

বিশেষ অতিথি ইতালির নাগরিক ও ভাষা গবেষক কেরোলা লোরিয়া বলেন, ‘সিঙ্গাপুরে বাঙালিদের এই কাজটি দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি বেশ কিছু বাংলা বই ইতালিয়ান ভাষায় প্রকাশ করেছি। এই উদ্যোগ দীর্ঘদিন টিকে থাকুক।’ এরপর তিনি জীবনানন্দ দাশের একটি কবিতা বাংলা ও ইতালিয়ান ভাষায় পড়ে শোনান।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন সিঙ্গাপুরপ্রবাসী লেখক জাকির হোসেন। তিনি বলেন, বিদেশে বাংলা ভাষার বইয়ের দুষ্প্রাপ্যতার জন্য প্রবাসী বাঙালিদের পাঠাভ্যাস হারিয়ে যাচ্ছে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে আবুল হোসেন, আল মাহমুদ ও রফিক আজাদের কবিতা পড়ে শোনান মহিউদ্দিন বিকাশ নাথ, মিনহাজ, রিপন চৌধুরী, সাইফ তমাল, নুরুল আলম, নিজামুল ও মনির আহমদ।

বক্তব্য দিচ্ছেন জাকির হোসেন
বক্তব্য দিচ্ছেন জাকির হোসেন

অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গাপুরপ্রবাসীরা এই বইবিতান থেকে বাংলা ভাষার যেকোনো বই অর্ডার করে ক্রয় সংগ্রহ করতে পারবেন।