জাপানে সর্বজনীন পূজা কমিটি পুনর্গঠিত

দেশের বহু দূরে থেকেও অভিবাসীরা চান নিজ নিজ দেশের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে। নতুন প্রজন্মকেও এগুলো শেখাতে। বিভিন্ন প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাঁরা আয়োজন করেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। জাপানপ্রবাসী বাংলাদেশিরাও এর ব্যতিক্রম নন।

কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল ও ব্যস্ততার দেশ জাপানে একটা অনুষ্ঠান আয়োজন করা অত্যন্ত কঠিন কাজ। কারণ এখানে খুব অল্পসংখ্যক স্থায়ী ধর্মীয় উপাসনালয় আছে। অধিকাংশ অনুষ্ঠানই বিভিন্ন সিটির পাবলিক হল ভাড়া করে আয়োজন করতে হয়। প্রবাসীরা জাপানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছেন। সবাইকে একত্র করা সহজ কাজ নয়। এ ছাড়া সবাই ব্যস্ত। এমনকি ছুটির দিনেও অনেককে কর্মস্থলে যেতে হয়।

এরই মাঝে কিছু নিবেদিতপ্রাণ প্রবাসী আছেন। আছে কিছু সংগঠন, যারা শত প্রতিকূলতার মাঝেও বছরের পর বছর আয়োজন করছে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এমনই এক সংগঠন হলো প্রবাসী বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত সর্বজনীন পূজা কমিটি, জাপান; যারা দীর্ঘ ২৩ বছর ধরে জাপানে হিন্দুদের অন্যতম প্রধান দুই ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা ও সরস্বতী পূজার আয়োজন করে আসছে। এই দুই পূজা আয়োজনের জন্য এই সংগঠনের সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

আগামী দুই বছর পূজার আয়োজন সঠিকভাবে করার জন্য এই ধর্মীয় সংগঠনের কমিটি সম্প্রতি পুনর্গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ড. কিশোর কান্তি বিশ্বাস, সুখেন ব্রহ্ম, বিমান কুমার পোদ্দার ও শিবাজী দত্ত। পুরোহিত অমিতাভ ভট্টাচার্য।

কার্যনির্বাহী পরিষদ  

সভাপতি: সুনীল রায়। সহসভাপতি ড. প্রসেনজিৎ কুমার ঘোষ, ড. তপন পাল, তাপস সাহা ও বিপ্লব মল্লিক।

সাধারণ সম্পাদক: রতন কুমার বর্মণ। সহসাধারণ সম্পাদক অঞ্জন দাস, ড. নন্দ দাস, কানু গোপাল কুন্ডু ও বিকাশ চন্দ্র সাহা।

সাংগঠনিক সম্পাদক: ড. অতনু সাহা। সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার দেব, অনিন্দ্য রায়, পার্থ প্রতিম ঘোষ ও কিশোর পাল।

কোষাধ্যক্ষ: কৌশিক রায়। সহকোষাধ্যক্ষ নন্দ কুমার মণ্ডল, দিলীপ কুমার কুন্ডু ও গৌতম সাহা।

প্রকাশনা সম্পাদক: তনুশ্রী বিশ্বাস। সহ-প্রকাশনা সম্পাদক: শিখা ব্রহ্ম, অনীক সাহা ও প্রদীপ কুমার সাহা।

সাংস্কৃতিক সম্পাদক: ববিতা পোদ্দার। সহসাংস্কৃতিক সম্পাদক: নীলাঞ্জনা দত্ত (ছুটি), সীমা রানী দাস, বিজয় সাহা ও পপি ঘোষ।

কল্যাণ সম্পাদক: মানিক চন্দ্র সাহা। সহকল্যাণ সম্পাদক: অপু রায়, বাবুল পাল ও সুজন সাহা।

মঞ্চসজ্জা সম্পাদক: লিটন কুমার বর্মণ: সহমঞ্চসজ্জা সম্পাদক সুমন্ত মজুমদার, দেব কুমার বাগচী, বিপুল কান্তি সাহা।

প্রচার সম্পাদক তপন কুমার ঘোষ। সহ-প্রচার সম্পাদক পঙ্কজ বণিক, কমল চন্দ্র দাস, সজীব দাস।