মাদ্রিদে কার্ডিফের সাবেক ডেপুটি লর্ড মেয়র সংবর্ধিত

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আলী আহমদ
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আলী আহমদ

স্পেনের মাদ্রিদে ব্রিটেনের কার্ডিফ কান্ট্রি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমদকে সংবর্ধনা দিয়েছে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন। গত সোমবার (৫ আগস্ট) মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল মাদ্রিদপ্রবাসী সিলেটবাসীর এক মিলনমেলা।

অনুষ্ঠানে আলী আহমদ বলেন, ‘সিলেটের সংস্কৃতির সুবাস বাংলাদেশ, ভারত, ইউরোপসহ পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছে। দেশ ও কালের পরিবর্তন হলেও সিলেটিদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন ছিন্ন হয়নি। আর এই মর্মার্থ উপলব্ধি করেই আমাদের কাজ করে যেতে হবে। এতে করে প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের অনেকেই শিকড়ের সন্ধানে উৎসাহী হবে।’

আলী আহমদ আরও বলেন, ‘সিলেটের জন্য কিছু করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হওয়ার পর সেই সুযোগ আসে এবং আমি প্রথমে সিলেটের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কিছু প্রকল্প গ্রহণ করি।’

অনুষ্ঠানে আলী আহমদকে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলী আহমদকে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফয়জুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন ও বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর।

বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক আহ্বায়ক আবদুল মুত্তাকিন, দবির তালুকদার, আবদুল মালিক, নাজু ইসলাম, শেখ আবদুর রহমান, আহমদ আসাদুর রহমান ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হোসেন।

যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আফসার হোসেন ও সদস্যসচিব আবু জাফর। শুভেচ্ছা বক্তব্য দেন অলিউর রহমান।

অনুষ্ঠানে আলী আহমদকে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপস্থিতি
উপস্থিতি