ফ্রান্সে ঈদের জামাতে প্রবাসীদের মিলনমেলা

ফ্রান্সে ঈদের জামাতে প্রবাসীদের মিলনমেলা
ফ্রান্সে ঈদের জামাতে প্রবাসীদের মিলনমেলা

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গত রোববার (১১ আগস্ট) ফ্রান্সে ঈদ উদযাপিত হয়।

রাজধানী প্যারিসে বাংলাদেশিদের পরিচালিত তিনটি মসজিদ ও একটি মিলনায়তনে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সব জামাতেই ছিল উপচে পড়া ভিড়। এসব জামাতে বাংলাদেশি ছাড়াও অন্য মুসলিম কমিউনিটির মুসল্লিদের উপস্থিতি ছিল। ছুটির দিন রোববারে ঈদ হওয়ায় জামাতে বাংলাদেশিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ফ্রান্সে ঈদের জামাতে প্রবাসীদের মিলনমেলা
ফ্রান্সে ঈদের জামাতে প্রবাসীদের মিলনমেলা

প্যারিসের মেট্রো হোসে জিমনেসিয়ামে সবচেয়ে বড় ঈদের নামাজের পর মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। তিনি প্রবাসীদের সমৃদ্ধি কামনা করেন। এ ছাড়া বাংলাদেশিদের শুভেচ্ছা জানান স্থানীয় সিটি করপোরেশনের নেতারা।

ঈদের জামাতের পর প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিরা কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যবাহী পাজামা-পাঞ্জাবি পরে মসজিদে আসেন। নামাজ শেষে অনেক বাংলাদেশি একে অপরের বাড়িতে ঘুরে বেড়িয়ে ঈদ আনন্দ উপভোগ করেন।