বাংলাদেশের ইতিহাসের কালো দিন ১৫ আগস্ট

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

রাশিয়ার বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট বৃহস্পতিবার দূতাবাসে বিশেষ সেমিনার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর কীর্তিময় জীবন, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের ওপর আলোকপাত করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক, দূতাবাসের কর্মকর্তা, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার শাখার নেতা ও প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় অংশ নেন।

ড. এস এম সাইফুল হক বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কালো দিন। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকে স্থবির করে দিতেই সেদিন এই মহানায়ককে সপরিবারে হত্যা করা হয়েছিল। একটি দেশদ্রোহী মহল বাঙালি জাতির হাজার বছরের লালিত স্বপ্নকে গলা চিপে ধরেছিল।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ৪৮তম বছরে বাংলাদেশের যে উন্নতি হয়েছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে তা আরও আগেই অর্জিত হতো। বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্নকে বাস্তবতায় পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দল-মতনির্বিশেষে সবাইকে সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

সভায় প্রবাসী বাংলাদেশি, রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও রাশিয়ার নাগরিকেরা উপস্থিত ছিলেন।

দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন
দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন

অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান আন্দ্রিয় দ্রং।

আলোচনা অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বিজ্ঞপ্তি