নেদারল্যান্ডসে ২১ আগস্ট স্মরণ

নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ২১ আগস্টের বর্বরতম গ্রেনেড হামলার ঘটনা অনাড়ম্বরভাবে স্মরণ করেছে
নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ২১ আগস্টের বর্বরতম গ্রেনেড হামলার ঘটনা অনাড়ম্বরভাবে স্মরণ করেছে

নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ২১ আগস্টের বর্বরতম গ্রেনেড হামলার ঘটনা অনাড়ম্বরভাবে স্মরণ করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার (২১ আগস্ট) দ্য হেগ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। এ ছাড়া গ্রেনেড হামলার ঘটনায় যাঁরা আহত হয়েছিলেন তাঁদের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম এই গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল দিবসটি উপলক্ষে এ হামলায় জড়িত সবার বিচারে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ঘটনার সুষ্ঠু বিচার বাংলাদেশের আইনের শাসনের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাষ্ট্রদূত বেলাল প্রধানমন্ত্রীর বাণীর সূত্র ধরে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশের সঙ্গে সুপ্রতিষ্ঠিত আইনের শাসনের প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করেন। বিজ্ঞপ্তি