সিডনিতে নারী-শিশু নির্যাতন বন্ধে কর্মসূচি

সিডনিতে নারী-শিশু নির্যাতন বন্ধে কর্মসূচি
সিডনিতে নারী-শিশু নির্যাতন বন্ধে কর্মসূচি

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল ‘হোয়াইট রিবন নাইটস’ কর্মসূচি। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সচেতন করতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় নবধারা নিউজ ও হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির লাকেম্বায় সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন রোধে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করা হয়। এ ছাড়া জনসচেতনতায় ছিল নারী নির্যাতন দূরীকরণবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নারী নির্যাতনসংক্রান্ত ছোট নাটক, নৃত্য ও কবিতা আবৃত্তি।

আয়োজনটি সমন্বয় করেছেন হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার দূত আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জনসচেতনতা গড়ে তোলার যেকোনো কার্যক্রমকেই অস্ট্রেলিয়ায় হোয়াইট রিবন নামে আখ্যায়িত করা হয়।