মিশিগান বেঙ্গলস কাপ ভলিবলে চ্যাম্পিয়ন ওয়ারিয়র্স

মিশিগান বেঙ্গলস কাপ ভলিবলের ফাইনালে মিশিগান ব্লক এক রোল ও মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স অংশগ্রহণ করে
মিশিগান বেঙ্গলস কাপ ভলিবলের ফাইনালে মিশিগান ব্লক এক রোল ও মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স অংশগ্রহণ করে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বর্ণিল আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে মিশিগান বেঙ্গলস কাপ ভলিবল টুর্নামেন্টের দ্বিতীয় আয়োজন। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে মিশিগান ব্লক এন রোল টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখে গতবারের চ্যাম্পিয়ন মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স। এ টুর্নামেন্টে মিশিগানের প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের নিয়ে চারটি দল অংশ নিয়েছে।

গত ১৮ আগস্ট শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল ২৫ আগস্ট রোববার বিকেলে মিশিগানের নর্থভিল নগরীর ওয়াটার ফোর্ড বেন্ড পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। ভলিবল টুর্নামেন্টের দ্বিতীয় এ আয়োজনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি প্রবাসীদের কিশোর-কিশোরীদের নিয়ে টিম নোভাই সারভিভার্স, মিশিগান বেঙ্গলস সুপিরিয়র্স, মিশিগান ব্লক এন রোল, মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স।

স্থানীয় বাংলাদেশি প্রবাসী ও খেলোয়াড়দের পরিবারের সদস্যরা মাঠে বসে খেলা উপভোগ করেন। রবিন লিগ পদ্ধতির এ খেলায় পয়েন্ট তালিকায় ওপরে থাকা মিশিগান ব্লক এক রোল ও মিশিগান বেঙ্গলস ওয়ারিয়র্স ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

মিশিগানের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন। বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের (বিএডিসি) প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান শাহিন, মোহাম্মদ বাহার, বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার কমিটির (ব্যাপাক) জ্যেষ্ঠ সহসভাপতি ফয়সাল সাইদ ও শফিক বারী, কমিউনিটি নেতা আবেদ রাসুল, ফরিদ চৌধুরী, মাহবুব চৌধুরী, গোলাম মোস্তফা, আলমগীর হোসাইন, তারিক মাহমুদ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মামুন, মাসুদ সিরাজ, প্রণব চৌধুরী, আসিফ ইকবাল, হাসিব ভূঁইয়া, মঞ্জুরুল হাসান, শরিফ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিশিগান বেঙ্গলস ক্লাবের এ আয়োজনে সব টিম, টিমের খেলোয়াড় ও আগত দর্শকদের ধন্যবাদ জানান ক্লাবের কর্মকর্তারা। মিশিগানে বাংলাদেশি কমিউনিটির এ আয়োজনের বিভিন্ন পেশা ও বয়সের বাংলাদেশিদের একত্র করার উদ্যোগ বেশ সফল হয়েছে বলে আয়োজকেরা মনে করেন।