প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের দেওয়া হলো অ্যাওয়ার্ড

প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের দেওয়া হলো অ্যাওয়ার্ড
প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের দেওয়া হলো অ্যাওয়ার্ড

ফ্রান্সের প্যারিসে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেওয়া হয়েছে বিজনেস অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড প্রদান করে ইউরো বাংলা টিভি।

গত শনিবার (৩১ আগস্ট) প্যারিসের একটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা
আলোচনা সভা

দেশের অর্থনীতিতে অবদান ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করায় ইউরো বাংলা টিভি মোট ২৫ জনকে এই অ্যাওয়ার্ড দেয়।

তাঁরা হলেন সুইজারল্যান্ডপ্রবাসী শ্যামল খান, ইতালিপ্রবাসী মনোয়ার ক্লার্ক ও কামরুল সাইদ, মাল্টাপ্রবাসী আপেল আমিন কাওছার, গ্রিসপ্রবাসী লোকমান উদ্দিন, পোল্যান্ডপ্রবাসী আমিনুল ইসলাম চাকদার, পর্তুগালপ্রবাসী সাইফুল ইসলাম চৌধুরী, ফ্রান্সপ্রবাসী প্রকৌশলী ওসমান হোসেইন, জাহিদ হোসেইন, ফয়জুল হক, কবির হোসেইন পাটোয়ারি, আজিজুর রহমান, শাহিন আরমান চৌধুরী, ফারুক খান, আইয়ুব আলী, মনন উদ্দিন, ফারহানা মাসুদ আজাদী ও শাহাদত হোসেইন।

প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের দেওয়া হলো অ্যাওয়ার্ড
প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীদের দেওয়া হলো অ্যাওয়ার্ড

তরুণ উদ্যোক্তা হিসেবে যাঁদের অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাঁরা হলেন জাহাঙ্গীর আলম, হাসান শাহ, জ্যোতিষ দেবনাথ, কৌশিক রাব্বানী, হেলাল আহমদ, সালাম হোসেন রহমান ও পিয়ার মোহাম্মদ।

এ ছাড়া ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে বিনা মূল্যে প্রবাসীদের সহযোগিতার জন্য বিসিএফ ও ফ্রান্সের জাতীয় ক্রিকেট দলে বিশেষ অবদান রাখায় প্যারিস নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন।

অতিথিদের একাংশ
অতিথিদের একাংশ

বক্তব্য দেন এন ই ইকবাল করিম, বেনজির আহমদ, সিরাজুল ইসলাম, আবদুল্লাহ আল বাকি, এম এ কাশেম, সুনাম উদ্দিন, দিলওয়ার হোসেইন, শারমিন হক আব্দুল্লাহ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন ইউরো বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির। পরিচালনা করেন পরিচালক নয়ন মামুন, প্রেজেন্টার রাজশ্রী ও আনিকা নুরী। সমাপনী বক্তব্য দেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়েদ।

আবু তাহির বলেন, ইউরোপের বাংলাদেশি সফল ব্যবসায়ীদের উৎসাহিত করতে ইউরো বাংলা টিভি প্রতিবছর মোট ২৫টি ক্যাটাগরিতে বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করবে। এই অ্যাওয়ার্ড প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রণোদনা জোগাবে। বিজ্ঞপ্তি