পোর্তোতে আন্তসংস্কৃতি উৎসবে বাংলাদেশ

আন্তসংস্কৃতি উৎসবের একটি দৃশ্য
আন্তসংস্কৃতি উৎসবের একটি দৃশ্য

পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তোতে অনুষ্ঠিত হয়েছে আন্তসংস্কৃতি উৎসব। দেশটির অভিবাসীদের সংগঠন স্পাসো-টি-এর আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোও ছিল এই আয়োজনের সহযোগী।

উৎসব উদ্বোধন করেন জাগো-টির সভাপতি জর্জ অলিভেইরা। এ সময় বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলমসহ বিভিন্ন অভিবাসী দেশের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পোর্তো শহরের প্রাণকেন্দ্র বাতায়লাতে সম্পতি দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে পোর্তো শহরে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী শিল্পীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন। পর্তুগালপ্রবাসী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার শারমিন মৌ উৎসবে বাংলাদেশি পোশাকে ফ্যাশন শো পরিচালনা করেন। বাংলাদেশ ছাড়াও ফ্যাশন শোতে মডেল হিসেবে অংশ নেন পর্তুগিজসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকেরা।

আন্তসংস্কৃতি উৎসবের একটি দৃশ্য
আন্তসংস্কৃতি উৎসবের একটি দৃশ্য

বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকে ফ্যাশন শো ছাড়াও উৎসবে বাংলা গানের সঙ্গে নৃত্যে অংশ নেয় বাংলাদেশি খুদে শিল্পী আহনাফ খান ও নেপালের খুদে শিল্পী দিশানা।

পোর্তো শহরে বসবাসরত অভিবাসী বিভিন্ন দেশের মানুষের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আয়োজকদের ধারণা, এভাবেই সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনা সম্ভব।

আন্তসংস্কৃতি উৎসবের একটি দৃশ্য
আন্তসংস্কৃতি উৎসবের একটি দৃশ্য

উৎসবটির আয়োজন সহযোগী ছিল ইউরোপীয় ইউনিয়ন, রিপাবলিক পর্তুগিজ ও পোর্তো সিটি করপোরেশন।