লন্ডনে পদযাত্রায় সুন্দরবন রক্ষার আহ্বান

লন্ডনে পদযাত্রায় সুন্দরবন রক্ষার আহ্বান। ছবি: বাংলাদেশের তেল–গ্যাস রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখা
লন্ডনে পদযাত্রায় সুন্দরবন রক্ষার আহ্বান। ছবি: বাংলাদেশের তেল–গ্যাস রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখা

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনবিরোধী সমাবেশ ও পদযাত্রার অংশ হিসেবে যুক্তরাজ্যের লন্ডনের কর্মসূচিতে বাংলাদেশের তেল–গ্যাস রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখা অংশ নিয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) এই সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও পদযাত্রায় বাংলাদেশের অংশগ্রহণকারীরা অধিক হারে কার্বন নির্গমনের জন্য মুনাফাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে দায়ী করে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশের ছাত্র, যুব ও জনতার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে অংশ নিয়ে মোস্তফা ফারুক ও ড. আখতার সোবহান মাসরুর বাংলাদেশে সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক রামপাল প্রকল্প বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রচেষ্টাকারী জিসিএমকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা, বর্তমান কয়লানির্ভর জ্বালানি নীতির পরিবর্তন করে দূষণমুক্ত নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় সবাইকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বানও জানান। বিজ্ঞপ্তি