অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ রাজ্যে শারদীয় দুর্গোৎসব

এনএসডব্লিউ রাজ্যে শারদীয় দুর্গোৎসব। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত
এনএসডব্লিউ রাজ্যে শারদীয় দুর্গোৎসব। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজ্যের সিডনিসহ বিভিন্ন স্থানে প্রায় ২০টি মণ্ডপে চার দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয়।

৪ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ৮ অক্টোবর দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করা হয়।

এনএসডব্লিউ রাজ্যজুড়ে আয়োজিত বিভিন্ন সংগঠনের পূজামণ্ডপের দুর্গোৎসবে প্রতিদিন অসংখ্য বাংলাদেশি উপস্থিত হন।

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন, বিএসপিসি, আভা, আগমনী অস্ট্রেলিয়া, ভক্ত মন্দির, নবরূপ, শঙ্খনাদসহ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের আরও কয়েকটি সংগঠন এবং নেপালভিত্তিক হিন্দু সংগঠনও এনএসডব্লিউ রাজ্যে এবার দুর্গাপূজার আয়োজন করে।

এনএসডব্লিউ রাজ্যে শারদীয় দুর্গোৎসব। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত
এনএসডব্লিউ রাজ্যে শারদীয় দুর্গোৎসব। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত

দুর্গাপূজা উপলক্ষে এনএসডব্লিউ রাজ্যজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পূজায় ভক্তদের আরাধনা আর ভক্তির মাধ্যমে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দেবীদুর্গাকে। পূজার প্রতিদিন আরতি চলে সন্ধ্যা পর্যন্ত। পাশাপাশি পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি পরিবেশনা এবং দশমীর সিঁদুর খেলারও আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত
সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত

এ ছাড়া পূজামণ্ডপগুলোতে দেশ-জাতির সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে প্রার্থনা করা হয়।

সিঁদুর খেলা। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত
সিঁদুর খেলা। ছবি: কাউসার খানের মাধ্যমে প্রাপ্ত