লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন

লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন। ছবি: বিধান গোস্বামীর মাধ্যমে প্রাপ্ত
লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন। ছবি: বিধান গোস্বামীর মাধ্যমে প্রাপ্ত

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাক্তন ছাত্রদের সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করেছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে এ শোক দিবস পালন করা হয়।

এ আগে দিবসটি উপলক্ষে লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যায় পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়। কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে কবি নজরুল সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও থার্ড সেক্টর কনসালট্যান্ট বিধান গোস্বামী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়িতা চৌধুরী। ছবি: বিধান গোস্বামীর মাধ্যমে প্রাপ্ত
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়িতা চৌধুরী। ছবি: বিধান গোস্বামীর মাধ্যমে প্রাপ্ত

ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ড. মোহাম্মদ আবদুল হান্নান, দেওয়ান গৌস সুলতান, তানভীর আহমেদ, চৌধুরী হাফিজুর রহমান, সৈয়দ আবু আকবর আহমেদ, প্রশান্ত পুরকায়স্থ, প্রদীপ মজুমদার, রথীন্দ্র গোস্বামী, নিখিল চন্দ্র সাহা, লিটন বিশ্বাস, কাজী আশিকুর রহমান, সৈয়দ হামিদুল হক ও মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়িতা চৌধুরী। বিজ্ঞপ্তি