শরতের পাতা ঝরা

প্রথম আলোর ফাইল ছবি
প্রথম আলোর ফাইল ছবি

উত্তর মেরুর শীতল বায়ু

মেঘের ভেলায় ভেসে,
লাল কমলা রং নিয়ে
সব গাছের পাতায় মেশে।
রঙের ভারে গাছের ডাল
বাতাস হলেই নড়ে,
কমলা হলুদ মেরুন
পাতা ঝিরঝিরিয়ে পড়ে।
ঝরে পড়া রঙিন পাতা
কাঁদে করুণ সুরে,
কোত্থেকে এক ঘূর্ণি এসে
নেয় যে তাদের দূরে।
শুকনো পাতার মর্মরে সুর
বাড়ায় বনের দুঃখ,
বনের প্রাণী গাছের পাখি
দুঃখে ভাসায় বুক।
গহিন রাতে বিউবো প্যাঁচা
মলিন স্বরে গায়,
হুক্কা হুয়ায় শিয়াল কাঁদে
এ কী হলো হায়।
মধ্যরাতে ঈশান কোণে
চাঁদের দেখা মেলে,
পত্রবিহীন ডালের ফাঁকে
জ্যোৎস্না আলো খেলে।
মিষ্টি আলো হেসে বলে
শীত বিদায়ের কালে,
নতুন কুঁড়ি উঠবে ভরে
মরা গাছের ডালে।
প্রাণের কষ্ট ব্যথা নিয়ে
কিছুই কি আর হবে,
সবুজ পাতা বন
সাজাবে বসন্ত এলে তবে।
আর কটা দিন ধৈর্য ধরো
অপেক্ষা করো তাই,
প্রকৃতির এই অমোঘ নিয়ম
ভাঙার উপায় নাই।


রানা টাইগেরিনা: টরন্টো, কানাডা
ই–মেইল: <[email protected]>