লন্ডনে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন

লন্ডনে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন। ছবি: লিপি হালদারের মাধ্যমে প্রাপ্ত
লন্ডনে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন। ছবি: লিপি হালদারের মাধ্যমে প্রাপ্ত

বাংলাদেশে নিরাপদ শিক্ষাঙ্গন, দুর্নীতি দমন ও আবরার হত্যার বিচারের দাবিতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন। গতকাল সোমবার (২১ অক্টোবর) স্থানীয় সময় বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লেডিস ক্লাব ইউকে ও ইউরোপসহ আরও কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলকে নিরাপদ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার দাবির পাশাপাশি দুর্নীতি দমন ও বুয়েটের আবরার ফাহাদের হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায়বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়ে সুষ্ঠু ও ন্যায়বিচারের মাধ্যমে আবরার হত্যাসহ অন্য হত্যার বিচার দ্রুত সময়ে বাস্তবায়নের মাধ্যমে এ ধরনের ঘটনা বন্ধের দাবি জানানো হয়। স্বাধীন মতামতের জন্য আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় টর্চার সেল বন্ধসহ দুর্নীতি দমন ও অপরাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসার দাবি জানানো হয়।

লন্ডনে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন। ছবি: লিপি হালদারের মাধ্যমে প্রাপ্ত
লন্ডনে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন। ছবি: লিপি হালদারের মাধ্যমে প্রাপ্ত

এ ছাড়া সহপাঠীদের পিটুনিতে হত্যার মতো বিকৃত দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং নানা অপরাধ করে যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, তাঁদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন লেডিস ক্লাব ইউকে ও ইউরোপের প্রতিষ্ঠাতা হাসিনা আক্তার, কবি ও অনলাইন অ্যাকটিভিস্ট লিপি হালদার, ব্রিটিশ বাংলাদেশি উইমেন্স ফোরাম ইউকের সহসভানেত্রী অঞ্জনা আলম, নোয়াখালী সমিতি লন্ডনের প্রতিনিধি রুমা জাফর। আরও ছিলেন মানব রাফি, কবি লতিফ রহমান, দেলোয়ার হোসেন, আশিকুর রহমান, লেডিস ক্লাবের সদস্য আশরাফি নিপা, শিশু অ্যাকটিভিস্ট জাওয়াদ রেজা চৌধুরী, আহসানুল শোভন, শামসুর রহমান, আনোয়ারুল অভি প্রমুখ। বিজ্ঞপ্তি