প্যারিসে মন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবর্ধিত

প্যারিসে মন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবর্ধিত। ছবি: আবু তাহির
প্যারিসে মন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবর্ধিত। ছবি: আবু তাহির

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। সংগঠনের ফ্রান্স শাখার উদ্যোগ গত রোববার (২০ অক্টোবর) প্যারিসের একটি হোটেলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা মন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে প্যারিস-ঢাকা রুটে পুনরায় বিমানের ফ্লাইট চালু, বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে দেশে সরাসরি রেমিট্যান্স প্রেরণ, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে নেওয়া, বিমানবন্দরে হয়রানি বন্ধ ও দূতাবাসের সেবার মান বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন।

এ কে আব্দুল মোমেন এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিতি। ছবি: আবু তাহির
অনুষ্ঠানে উপস্থিতি। ছবি: আবু তাহির

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি খসরুজ্জামান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী হোসেন। মানপত্র পাঠ করেন কোষাধ্যক্ষ এ এম আজাদ।

আয়োজক সংগঠন ছাড়াও অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ, ফ্রান্স বাংলা স্কুল, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট, ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ), সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, গোল্ডেন সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের নেতারা মন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।