মোহিনীর ডাকে

প্রথম আলোর ফাইল ছবি
প্রথম আলোর ফাইল ছবি

মাঝে মাঝে নিয়ম ভাঙার মিছিলে নামি
অনিয়মের ঝাঁপি সাজাই আপন মনে
আড়ালের পিনপতন নীরবতার মাঝে
নতুন মোহ করি আলিঙ্গন অবচেতনে।

মৌলিক ছন্দ কি না জানি না
মোহিনীর ডাকে সমুদ্রজলে যাই চলে
গহিনের কাছে খুঁজি আরও গভীরতা
জলের ভাঁজে ঢেউয়ের কাছে যাই ফিরে।

অভেদ্য পথে হাঁটি আঁধারের কূলে
অচেনা পথ মিশে যায় চেনা পথে
শিশিরের জলের অপরূপ স্নিগ্ধতা
আমাকে টানে এক নতুন মায়ায়।

অলিখিত আবেগ ছুটে চলে
আকাশের মাঝে দেখি নীল ধ্রুবতারা
খোঁজ নেবার আগে কখন ছুঁয়েছি তারে
গলির শেষে তখনো ফোটেনি আলো।

শিকল ভেঙেছি কখন জানি না
মুক্ত হওয়ার আনন্দ নাকি নিয়মের চ্যুতি
চুলচেরা বিশ্লেষণের নেই সময়
আমি অনিয়মের কাছে দিয়েছি সঁপে।
–––

ড. মো. ফজলুল করিম: পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র এবং
সহযোগী অধ্যাপক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।