লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে 'দূতাবাস অ্যাপ' চালু

প্রথম আলোর ফাইল ছবি
প্রথম আলোর ফাইল ছবি

প্রবাসীদের হাতের কাছে বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে চালু করা হয়েছে ‘দূতাবাস অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা হাইকমিশনে সশরীরে হাজির না হয়েও বেশ কিছু সেবা পেতে পারেন।

এ জন্য প্রথমেই সেবা গ্রহণকারীকে অ্যাপ স্টোর থেকে দূতাবাস অ্যাপটি তাঁর ফোনে ডাউনলোড করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই সহজে পেতে পারেন পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম ও মৃত্যুসনদ, শিক্ষাসনদ বা অন্য প্রত্যয়নসহ ৩৪ ধরনের সেবা।

অ্যান্ড্রয়েড ও অ্যাপেল দুই মোবাইলেই এই অ্যাপ ব্যবহার করে সেবা পাওয়ার সুযোগ রয়েছে।

সেবা গ্রহণকারী ৩৪ সেবার যে সেবা পেতে চান সেই মেন্যুতে ক্লিক করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি তুলে অ্যাপে আপলোড করবেন। এরপর সত্যায়িত সনদ ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহণকারীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সেবা গ্রহণকারী তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। বিজ্ঞপ্তি