রোমে বিশ্ব সিলেট উৎসব

বক্তব্য দিচ্ছেন এ কে আব্দুল মোমেন। ছবি: লাবন্য চৌধুরী
বক্তব্য দিচ্ছেন এ কে আব্দুল মোমেন। ছবি: লাবন্য চৌধুরী

ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল বিশ্ব সিলেট উৎসব। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির উদ্যোগে গত রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি হলরুমে এ উৎসব আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামিম। যৌথভাবে পরিচালনা করেন সাব্বির আহমেদ ও জায়েদুল হক।

সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: লাবন্য চৌধুরী
সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: লাবন্য চৌধুরী

অতিথি হিসেবে আরও ছিলেন অ্যাসোসিয়েশনের ইউকে শাখার সভাপতি মুহিবুর রহমান, সহসভাপতি এ কে আজাদ খোকন, বাহরাইন শাখার সভাপতি কায়েস আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক ও আব্দুস সালাম।

অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেন বাংলাদেশের উন্নয়নের ধারায় প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, এই সরকার প্রবাসীবান্ধব বলেই যেখানে বেশি বাংলাদেশি রয়েছেন সেখানে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে চাহিদা অনুযায়ী দূতাবাসের পাশাপাশি একাধিক কনস্যুলেট অফিস চালু করেছে ও করা হচ্ছে।

অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: লাবন্য চৌধুরী
অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: লাবন্য চৌধুরী

মন্ত্রী বলেন, প্রবাসে কর্মদক্ষতার কারণে বাংলাদেশিদের যথেষ্ট সুনাম রয়েছে। সরকার এই দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও সামনে এগিয়ে নিতে চায়। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশে ও প্রবাসে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, প্রবাসী অনেকে পাসপোর্ট ফরমে নাম, ঠিকানা ও বয়স ভুল লেখেন। এমনকি কেউ কেউ ধর্ম পরিবর্তন করেন। এর ফলে পাসপোর্ট পাওয়ায় জটিলতা দেখা যায়। তিনি এ ধরনের ভুল না করার জন্য প্রবাসীদের আহ্বান জানান।

উপস্থিতির একাংশ। ছবি: লাবন্য চৌধুরী
উপস্থিতির একাংশ। ছবি: লাবন্য চৌধুরী

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তাঁর বক্তব্যে এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে কমিউনিটিকে ধরে রাখার আহ্বান জানান।

উৎসবে রোম ও পার্শ্ববর্তী এলাকা ছাড়াও নেপলি ও আনকোনা থেকেও সিলেটবাসীরা অংশগ্রহণ করেন।