সিঙ্গাপুরের হয়ে গেল লেখক উৎসব

বাংলাদেশি কবি রিপন চৌধুরী উৎসবে কবিতা পাঠ করেন। ছবি: ওমর ফারুকী
বাংলাদেশি কবি রিপন চৌধুরী উৎসবে কবিতা পাঠ করেন। ছবি: ওমর ফারুকী

কবি ও লেখকদের নিয়ে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে হয়ে গেল লেখক উৎসব (সিঙ্গাপুর রাইটার্স ফেস্টিভ্যাল)। প্রায় ২০টি দেশের লেখকদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই উৎসব শেষ হয়েছে ১০ নভেম্বর রোববার। জমজমাট এই অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

এবার সিঙ্গাপুর রাইটার্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় দেশটির আর্ট হাউস, ন্যাশনাল গ্যালারিসহ আরও একাধিক ভেন্যুতে।

উৎসবে স্পট লাইট অব মাইগ্রেন্ট ভয়েস শিরোনামে একটি পর্ব। এতে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশি কবি রিপন চৌধুরীসহ বিভিন্ন দেশের অভিবাসী কবি ও লেখকেরা অংশ নেন।

রিপন চৌধুরীর কবিতা আবৃত্তি শুনে উপস্থিত দর্শকেরা চিরকুট লিখে তাঁকে অভিবাদন জানান। একজন দর্শক বলেন, ‘তোমার কবিতা আমার হৃদয় ছুঁয়ে গেল। লেখা থামিও না এভাবেই লিখে যাও।’

বাংলাদেশি অভিবাসীদের ব্যান্ড দল মাইগ্রেন্ট ব্যান্ড উৎসবে সংগীত পরিবেশন করে। মাইগ্রেন্ট ব্যান্ড পরিবেশিত গান শুনে উপস্থিত দর্শকেরা বিমোহিত হন।

মাইগ্রেন্ট ব্যান্ডের পরিবেশনা। ছবি: ওমর ফারুকী
মাইগ্রেন্ট ব্যান্ডের পরিবেশনা। ছবি: ওমর ফারুকী

এ ছাড়া, উৎসবে দুটি প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশি কবি ও লেখক জাকির হোসেন।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশি জাকির হোসেন। ছবি: ওমর ফারুকী
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশি জাকির হোসেন। ছবি: ওমর ফারুকী

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সিঙ্গাপুর রাইটার্স ফেস্টিভ্যালে অভিবাসী লেখক ও কবিরা অংশগ্রহণের আমন্ত্রণ পাচ্ছেন। এর আগে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশি কবি মুকুল হোসেন ও শরীফ উদ্দিন ফেস্টিভ্যালে আমন্ত্রিত অতিথি হিসেবে প্যানেল আলোচনায় অংশ নেন।