লন্ডনে কবি দেলোয়ার স্মরণসন্ধ্যা ২২ নভেম্বর

কবি দেলোয়ার হোসেন। ফাইল ছবি
কবি দেলোয়ার হোসেন। ফাইল ছবি

বিলাতে সাউথ এশিয়ান সাহিত্য, দর্শন ও সমাজতত্ত্বের অন্যতম প্ল্যাটফর্ম গ্রন্থীর আয়োজনে ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে অনুষ্ঠিত হবে কবি দেলোয়ার হোসেন মঞ্জু স্মরণসন্ধ্যা।

কবি দেলোয়ার হোসেন ছিলেন নব্বই দশকের অন্যতম প্রধান কবি। গত বছর ১৭ নভেম্বর তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে অকালে মারা যান।

‘দেলোয়ার হোসেন মঞ্জুর কল্পনা বিশ্ব’ শীর্ষক এই স্মরণসভায় স্মৃতিচারণা করবেন কবি হামিদ মোহাম্মদ, কবি দিলু নাসের, কবি শামীম শাহান, কবি ফারুক আহমেদ, চলচ্চিত্রকার মকবুল চৌধুরী প্রমুখ।

দেলোয়ার হোসেনের কবিতা থেকে পাঠ করবেন সোমা দাশ, মানস চৌধুরী ও শাহীন মিতুল।

দেলোয়ার হোসেনের কবিতা, জীবন ও দর্শন নিয়ে আত্মজৈবনিক মনোলগপ্রধান একখানা প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন মেধাবী চলচ্চিত্রকার মকবুল চৌধুরী। অনুষ্ঠানে থাকবে এই প্রামাণ্যচিত্রের প্রদর্শনীও।

গ্রন্থী সম্পাদক শামীম শাহান বলেন, ‘দেলোয়ার হোসেন তাঁর রচনায় যেমন, প্রাত্যহিক জীবনেও ছিলেন ঘটনা ও নাটকীয়তায় পরিপূর্ণ। আমরা তাঁর চমকভরা জীবন ও শক্তিশালী কর্মকে স্মরণ করতে চাই গভীর শ্রদ্ধা–ভালোবাসায়।’