ইতালিতে বাংলাদেশের চামড়াশিল্পের উন্নয়নবিষয়ক সেমিনার

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাংলাদেশের চামড়াশিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ ও সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রণোদনার কথা তুলে ধরা হয়। ছবি: লেখক
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাংলাদেশের চামড়াশিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ ও সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রণোদনার কথা তুলে ধরা হয়। ছবি: লেখক

বাংলাদেশ দূতাবাস রোম শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ইতালির বিভিন্ন ব্যবসায়িক অঞ্চলে সেমিনারের আয়োজন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতালির ট্যানারি শিল্পাঞ্চল সান্তা ক্রোসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের চামড়াশিল্পের উন্নয়ন ও সহযোগিতাবিষয়ক সেমিনার।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

প্রথম সচিব রাজীব ত্রিপুরার পরিচালনায় ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাংলাদেশের চামড়াশিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ ও সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রণোদনা বিষয়েও আলোকপাত করেন।

সেমিনারে অতিথি ও দর্শকেরা। ছবি: লেখক
সেমিনারে অতিথি ও দর্শকেরা। ছবি: লেখক

পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দৃঢ় করতে আবদুস সোবহান সিকদার স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের পদক্ষেপগুলো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এবং গত ১০ বছরের উন্নয়নের ধারাবাহিকতা রূপ তুলে ধরেন। চামড়াশিল্পের উন্নয়নে বাংলাদেশকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদানে ইতালির প্রতি আহ্বান জানান তিনি। এরপরই রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের আহ্বানে সাড়া দিয়ে ইতালির ট্যানারি অ্যাসোসিয়েশনের পরিচালক ড. গ্লিওছি একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সান্তা ক্রোস শহরের মেয়র জুলিয়া ট্যানারি ভিলেজ সম্পর্কে বলেন, ছয়টি সিটি করপোরেশনের আওতাভুক্ত এই অঞ্চলে ছোট-বড় প্রায় ৫০০টি কারখানা রয়েছে। ইতালির ৩৫ শতাংশ চামড়াজাত পণ্য উৎপাদিত হয় এই অঞ্চলে। সেই সঙ্গে পরিবেশগত ভারসাম্য এবং পণ্যের গুণগত মান বজায় রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নামকরা ব্র্যান্ডের চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়। তা ছাড়া গবেষণা এবং সুদক্ষ সর্বোপরি আধুনিক জনশক্তি তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব পিসাসহ আরও কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।

সেমিনারে সভাপতির বক্তব্য দেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ছবি: লেখক
সেমিনারে সভাপতির বক্তব্য দেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ছবি: লেখক

মেয়র জুলিয়া বলেন, ট্যানারি ভিলেজের পরিবেশগত মান বজায় রাখতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পানি পরিশোধনাগার এবং চামড়াশিল্পে ব্যবহৃত কেমিক্যাল কারখানাসহ বেশ কিছু স্থাপনাও রয়েছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন মেয়র গাব্রিয়েলা টটি, পিসা চেম্বার অব কমার্সের সহসভাপতি, ফ্লোরেন্স শাখার বাংলাদেশ অনারারি কনসাল আইনজীবী লাওরা গ্রানাতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেমিনার শেষে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে ট্যানারিশিল্প কীভাবে দূষণমুক্ত পরিবেশ ও পানি শোধনাগার কাজ করছে তা দেখেন।