ক্যানবেরায় মুজিব শতবর্ষের ক্ষণগণনার ওয়েব ঘড়ি উদ্বোধন

ক্যানবেরায় মুজিব শতবর্ষের ক্ষণগণনার ওয়েব ঘড়ি উদ্বোধন। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা
ক্যানবেরায় মুজিব শতবর্ষের ক্ষণগণনার ওয়েব ঘড়ি উদ্বোধন। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপনের ক্ষণগণনার (কাউন্টডাউন) ওয়েব ঘড়ি উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১০ জানুয়ারি) ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে ওয়েব ঘড়ি উদ্বোধন করা হয়।

ওয়েব ঘড়িটি বাংলাদেশ হাইকমিশনের ওয়েব পেজের (bhcanberra.com/) হোম পেজে রাখা হয়েছে, যা ১৭ মার্চ (২০২০)-এ শূন্য ঘণ্টা পর্যন্ত ক্ষণগণনা করতে থাকবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনে গত বছর আগস্টে বঙ্গবন্ধুর কর্নার চালু করা হয়েছে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে মাল্টিকালচার ফেস্টিভ্যালে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধুর ওপর স্থিরচিত্র প্রদর্শন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন উল্লেখযোগ্য।

আলোচনা সভা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা
আলোচনা সভা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা

এসব কর্মসূচি স্থানীয় জনসাধারণের মধ্যে বঙ্গবন্ধুকে জানার ও অনুধাবন করার সুযোগ করে দেবে।

জাতির জনকের জন্মশতবর্ষ উদ্‌যাপনের ক্ষণগণনার ওয়েব ঘড়ি উদ্বোধন করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের সুফিউর রহমান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য উল্লেখ করে তাঁর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীও পাঠ করে শোনানো হয়। বিজ্ঞপ্তি