একা ও পথ চলা

আকাশের বুকে হেঁটে বেড়াই আমি
আবার হাঁটি মাটিতে,
ডানে তাকালে ভালো লাগে না
ছুটে যাই তাই বামে।

ভালোবাসার স্বপ্ন দেখি
তোমার দুচোখ জুড়ে,
একাকিত্বের যন্ত্রণা যেন
একই সঙ্গে যায় বেড়ে।

বড় একা আমি! সারা দিন কত
আমাদের কথা বলি,
বলতে বলতেই
একাকীই পথ চলি।

সারা রাত্রির স্বপ্ন আমার
সকালেই পথ হারায়,
ভুল পথে চলতে গিয়ে
আবার হোঁচট খাই।

তবুও তোমায় পাব আশায়
এতটা পথ আসা,
না হয় যেন সে সব স্বপ্ন
এক বুক হতাশা।
---

এস এম জাবেরুল ইসলাম: প্রকৌশলী, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।