রিয়াদে বিদায়ী রাষ্ট্রদূতের সম্মানে সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

সৌদি আরবে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মোহাম্মেদ আজমি তাসিম ও আফগানিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ জালাল করিমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের ম্যারিয়ট হোটেলে গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তাঁদের ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন বিষয়ে সৌদি আরবে রাষ্ট্রদূতদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন।

গোলাম মসীহ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে দেশ দুটির সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

উল্লেখ্য, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের রাষ্ট্রদূত দীর্ঘদিন সৌদি আরবে সফলভাবে দায়িত্ব পালন শেষ করেছেন।

রিয়াদের ডিপ্লোম্যাটিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত সায়ীদ বামাখরামা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের রাষ্ট্রদূতদের শুভেচ্ছা জানান। তিনি বিদায়ী সংবর্ধনা আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। ছবি: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ

এ ছাড়া অনুষ্ঠানে দেশটিতে নবনিযুক্ত মরিশাসের রাষ্ট্রদূত শওকত আলী ও কসোভোর রাষ্ট্রদূত লুলজিম মেকুকে পরিচয় করে দেওয়া হয়।

বিভিন্ন দেশের ২৭ জন রাষ্ট্রদূত এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি