মেঘেদের লুকোচুরি খেলায়

প্রতীকী ছবি। ছবি: এএফপি
প্রতীকী ছবি। ছবি: এএফপি

মনটা বেশ উড়ছে

কানে কানে বলছে,
বলি এসব কী হচ্ছে
তোমাকে মনে পড়ছে।

তুমি বৃষ্টি হয়ে ঝরে
আমাকে সিক্ত করে,
চলে যাও অজানা দূরে
ঠিকই চিনে নেব তোমারে।

বলা যদি যেত মনের কথা
তবে কি কমত কিছু ব্যথা?
নাকি পালাত মনটা তখন
লজ্জাটা পেত ঠিক যখন!

করেছ কি কখনো আমাকে
জোর হাজার কথার ফাঁকে?
তাই তো তৃতীয় নয়নের জল
এখনো করে গোপনে ছলছল।

আমাদের সেই প্রথম দেখা
অতঃপর নীল চিরকুটে লেখা।
হার মানে আজ ব্যস্ততার কাছে,
আমার শূন্যতা এখনো কি আছে!

বাধা পেরিয়ে দেখা মিলল তোমার
গেছ বদলে যে ছিলে শুধুই আমার!
চাইলে কি ধরে রাখতে পারি তোমারে,
স্বপ্ন বুনে চলেছি রেখে সাক্ষী চাঁদটারে।

মেঘেদের নিত্য লুকোচুরি খেলায়
বৃষ্টি ডাকছে আমায় এই অবেলায়।
ইচ্ছাগুলোর পারলে তুমি নিয়ো যতন
আমায় নিতে যেমনটি আগের মতন।
–––

শারমিন আসলাহ উল্লাহ সোমা: জাপান।