প্যারিসে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর দ্বিবার্ষিক সম্মেলন

স্বরলিপি শিল্পী গোষ্ঠীর দ্বিবার্ষিক সম্মেলন। ছবি: আশিক আহমেদ
স্বরলিপি শিল্পী গোষ্ঠীর দ্বিবার্ষিক সম্মেলন। ছবি: আশিক আহমেদ

ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সপ্তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৯ ফেব্রুয়ারি ২০২০) সংগঠনের কার্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়।

সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন এম এ কাশেম। সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

সংগীত পরিবেশন করছেন মুন্নী খন্দকার। ছবি: আশিক আহমেদ
সংগীত পরিবেশন করছেন মুন্নী খন্দকার। ছবি: আশিক আহমেদ

বিশেষ অতিথি ছিলেন দিলওয়ার হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সাত্তার আলী, উপদেষ্টা মঞ্জুরুল হাসান চৌধুরী, শাহিন আরমান চৌধুরী, নাছির উদ্দিন আহমেদ ও কাজী শাহজাহান, উদীচী শিল্পী গোষ্ঠীর ফ্রান্স শাখার সভাপতি কিরণ্ময় মণ্ডল, সাধারণ সম্পাদক আহমেদ আলীসহ সোহরাব মৃধা, ওয়াহিদ ভার, সাহেদ আলী, বাবু গোপাল দাস, এম এ তাহের, রানা চৌধুরী, ফয়সল উদ্দিন প্রমুখ।

সম্মেলনে উপস্থিতি। ছবি: আশিক আহমেদ
সম্মেলনে উপস্থিতি। ছবি: আশিক আহমেদ

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিজ পরিবারের সদস্যদের মধ্যে তুলে ধরা ও চর্চা রাখার আহ্বান জানান। বিশেষ করে নতুন প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষার দেওয়ার জন্য তাদের অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

সম্মেলনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে খন্দকার মুন্নী, সোমা দাস ও স্বরলিপির নিয়মিত শিল্পীরা সংগীত পরিবেন করেন।